নওগাঁ শহরের আনন্দনগর মহল্লায় পারভীন আকতার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী আল-আমীন। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল-আমীনকে আটক করেছে পুলিশ। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।