প্রথমে সাংসদ রমজান মাসে হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প হিসেবে নগরীর চাষাড়াস্থ বালুর মাঠে বসার প্রস্তাব দেন। পরবর্তীতে হকাররা জায়গার সংকুলান ও পরিবেশের অজুহাতে বালুরমাঠে বসতে অনীহা প্রকাশ করেন।
এরপর শামীম ওসমান আগামী বুধবারের মধ্যে হকারদের নগরীর ফুটপাতে বসতে দিতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন, যদি বুধবারের মধ্যে হকারদের ফুটপাতে বসতে দেয়া না হয়, তাহলে বৃহস্পতিবার আমি নিজেই ফুটপাতে বসবো, হকার ভাইদের সাথে ইফতার করবো। এসময় উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, হকার নেতা রহিম মুন্সী প্রমুখ। এর আগে গত ১৩ জুন নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে হকারদের রমজানে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে সিটি মেয়র আইভীর কাছে অনুরোধ জানিয়েছিলেন শামীম ওসমান।