বিনোদন ডেস্ক: মনে পড়ে ‘বুদ্ধু-ভূতুম’-এর গল্প? এ হলো এমন এক উপাখ্যান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির শৈশবকে সঙ্গ দিয়েছে ! সত্যি বলতে কি এখনো, আজকের দিনেও এমন একজন বাঙালিকে খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা ছোটবেলায় একবারও বুদ্ধু ভূতুমের গল্প পড়েনি বা শোনেনি !
বাংলার হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন দক্ষিনারঞ্জন মিত্র-মজুমদার এই আখ্যানটিকে লিখিতরূপ দিয়েছিলেন ! অন্তর্ভুক্ত করেছিলেন বিখ্যাত ‘ঠাকুরমার ঝুলি’ নামক রূপকথার গল্পের সঙ্কলনে – যা পড়ে স্বয়ং রবীন্দ্রনাথও কুর্নিশ জানিয়েছিলেন ! প্রায় সবকটি ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে অন্তত হাজার বছর ধরে মুখে মুখে প্রচলিত এই চিরনতুন ভারতীয় উপকথা!
সেই ‘বুদ্ধু-ভূতুম’-এর গল্পই এইবার ফুটে উঠবে বাংলা চলচ্চিত্রের পর্দায় । আর সেই আশ্চর্য ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন স্বনামধন্য শিল্প নির্দেশক ও পরিচালক নীতীশ রায় |
এ সিনেমায় বুদ্ধু ভূতুমের গল্প হয়ে উঠতে চলেছে ভিতরে ভিতরে খাঁটি ভারতীয় ! ভারতীয় আবেগ, নাট্যরস, চরিত্রের ধরন, ভারতবর্ষের ইতিহাস থেকে সংগ্রহ করা প্রত্নতাত্ত্বিক উপাদান সবকিছুই বাঙালির চিরন্তন হৃদয়কে স্পর্শ করবে ! অথচ বহিরঙ্গে এ সিনেমা হবে হলিউডি পৌরাণিক এডভেঞ্চারগুলোর মতোই চমকদার, বারুদঠাসা, অভিনব ও আধুনিক ! Lord of the Rings কিম্বা Journey to the Centre of the Earth দেখতে দেখতে যারা এতদিন আফশোষ করতেন যে আমাদের নিজেদের ভাষায় এ জাতের ছবি কেন তৈরি হয় না, তাদের মনোকষ্ট হয়ত এবার জুড়োবে! ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন সুরজিত চট্টোপাধ্যায়, শিল্প নির্দেশনায় অমিত চ্যাটার্জ্জী |
কৌষিক চক্রবর্তী, লকেট চ্যাটার্জী, কনীনিকা, মানালি, খরাজ মুখার্জী, দেবলীনা কুমারের মতো বাংলা টেলিভিশন তথা ফিল্ম জগতের পরিচিত ও জনপ্রিয় তারকারা থাকছেন বিভিন্ন ভূমিকায় । খুব সম্প্রতি ‘বুদ্ধু-ভূতুম-এর লুক টেস্ট হয়ে গেল শহরের এক পরিচিত ঠিকানায় । এই প্রতিবেদনের সঙ্গে রইলো সেই লুক টেস্ট-এর কিছু ছবি |
একই সঙ্গে রয়েছে আরো একটি সুখবর । ‘বুদ্ধু-ভূতুম’-এর হাত ধরে এই প্রথম বাংলা কোনো ছবির সঙ্গে লঞ্চ হচ্ছে একটি স্বয়ংসম্পূর্ণ ভিডিও গেম । আর সেই ‘বুদ্ধু-ভূতুম গেমস’ ডিজাইন করছেন পরিচালকের সুযোগ্য পুত্র – নৈঋত রায় |