হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মোড় নামক স্থানে গাড়ি ও ১০ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার এসআই আনিছুর রহমান উপজেলার দইখাওয়া মোড় নামক স্থানে অভিযান চালিয়ে মাদক বহনকারী লেগুনা পিকআপ যার নং-১১-০৮-১১ ও ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে। আটককৃতরা হলেন উপজেলা বড়খাতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন ও একই গ্রামের মজিবর রহমানের পুত্র জিল জালালে একরাম। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে হাতীবান্ধা থানার এ্সআই আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।