সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে স্থানীয় অডিটরিয়াম হলে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শাখার ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, বিশেষ অতিথি, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, স্বাগত বক্তব্য রাখেন, ছাত্রলীগের উপজেলা শাখার সম্পাদক ফাইম শাহরিয়ার জিহান, অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা রওশন হাবীব খান মানিক, দিলিপ কুমার সিংহ, হাসান মেহেদী অপন, সাবেক স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একরামুল হক কাওসার ও ইউনিয়ন শাখার ছাত্রলীগ সভাপতি, সম্পাদকবৃন্দ প্রমুখ।