আজ বুধবার (২৫ জুলাই) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোটের নির্বাহী ম্যাজিট্রেট নুর কুতুবুল আলম এর নেতৃত্বে হাতীবান্ধা হাটে ওই মোবাইল কোট পরিচালনা করেন। এসময় তিনি দুই মৎস্য ব্যবসায়ীকে বাজারে নিষিদ্ধ ঘোষিত পিড়ানহা মাছ ও বিদেশি মাগুর বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং উন্মুক্তভাবে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে গরু কেনা-বেচার টোল আদায়ের নির্দিষ্ট কোন তালিকা না থাকায় ইজারাদার আবু হানিফ কে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, সহকারী মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান আহম্মেদ।
অভিযান শেষে উদ্ধারকৃত পিড়ানহা মাছ, বিদেশি মাগুর ও কারেন্ট জাল ধংস করেন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার।