হাতীবান্ধায় প্রতিবন্ধীদের চিকিৎসায় ভ্রাম্যমান থেরাপি কার্যক্রম

জাহাঙ্গীর আলম রিকো,  হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অধীনে লালমনিরহাট বালাটারী প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে দু’দিন ব্যাপী প্রতিবন্ধীদের চিকিৎসায় ভ্রাম্যমান থেরাপি সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ছিল এ কার্যক্রমের শেষ দিবস। এর সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। এর আগে সোমবার হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যকমের ৩ সদস্য বিশিষ্ট এ চিকিৎসা টিমের প্রধান ছিলেন ফিজিও থেরাপিষ্ট থেরাপি কনসালটেন্ট ডা: মাহবুবুল হক। টিমের অপর ২ সদস্য হলেন, ফিজিও থেরাপিষ্ট মিলন কুমার ও পরিতোষ চন্দ্র টেক। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও মাহবুবুর রহমান, জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের কর্মকর্তা ফরমান আলী ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম। উপজেলার খোদ্দ বিছনদই গ্রামের মোজাফ্ফরের পুত্র সামিউল (০৮) শারীরিক প্রতিবন্ধী, উপজেলার পশ্চিম বেজগ্রাম গ্রামের আব্দুল হাকিমের কন্যা রোসনা (২০) বাক প্রতিবন্ধী, একই গ্রামের শামসুল হকের পুত্র জুয়েল রানা (২৪) শারীরিক প্রতিবন্ধী ও আনছার আলীর পুত্র রবিউল (১০) বাক প্রতিবন্ধী, উপজেলার সিংগীমারী গ্রামের গফুর আলীর পুত্র আব্দুল লতিফ (৭২) সহ শতাধিক প্রতিবন্ধী এ সেবা গ্রহন করেন।

Comments (0)
Add Comment