স্পোর্টস ডেস্ক:
কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাঝখানে হঠাৎ করেই টেস্ট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকেই রয়েছেন আলোচনায়। এবার নতুন করে আলোচনায় আসলেন তিনি। তার মতে, ভারতের পরবর্তী কোচ হিসেবে সাবেক অজি ব্যাটসম্যান মাইকেল হাসিকে নিয়োগ দেওয়া উচিত। ভারতের প্রভাবশালী পত্রিকা ‘দ্য হিøদুস্থান টাইমস’ এক খবরে জানিয়েছে, ডানকান ফ্লেচারের(বর্তমান কোচ) পর পরবর্তী কোচ হিসেবে মাইকেল হাসির নাম উল্লেখ করেছেন ধোনি। হাসিকে খুব ভালো করেই বোঝেন ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে দুজনে একসাথে খেলছেন। সেসময় মাইক হাসির স্বভাব, নেতৃত্ব দেওয়ার দক্ষতাসহ সবকিছু মিলিয়ে হাসির মধ্যে সাবেক কোচ গ্যারি ক্রিস্টেনের ছায়া দেখছেন ধোনি। প্রসঙ্গত, মাইক হাসি চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলছেন।