লুৎফর রহমান হিলিঃ দিনাজপুরের হিলিতে ছয়জনকে আটক করা হয়েছে। আজ শনিবার সকাল ও গতকাল শুক্রবার সন্ধ্যায় পৃথক স্থান থেকে আটকের সময় তাঁদের কাছ থেকে মাদক দ্রব্য জব্দ করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করেছে।
বিজিবি জানায়, আজ সকাল ৬টার দিকে সীমান্তের দক্ষিণ বাসুদেবপুর গ্রাম থেকে এক হাজার ৩০০টি ইয়াবাসহ হিরু মিয়া নামের একজনকে আটক করা হয়। তার বাড়ি এই গ্রামেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল জব্দ করা হয়।
আটক এই পাঁচ ব্যক্তি হলেন, হাকিমপুর উপজেলার চুড়িপট্টি গ্রামের ময়মন বেগম (৪৫), তাঁর ছেলে আব্দুল মান্নান (২৫),পার্বতীপুর উপজেলার ডিগ্রি কলেজপাড়ার আরমান আলী (২৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের রায়হান হোসেন (২৫) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ চাতরা গ্রামের নাজমুল হক (২৮)। মামলা হওয়ায় তাঁদের আজ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার জানান, সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় এক হাজার ৩১০টি ইয়াবা, ১০ পুড়িয়া হেরোইন, ৯ বোতল ফেনসিডিল, তিন হাজার ৯০ টাকা জব্দ করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দেওয়ায় আসামিদের আজ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। বাংলাদেশেরপত্র/এডি/আর