হিলি সীমান্তে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলন মেলা

লুৎফর রহমান, হিলি: হিলি সীমান্তে একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এউপলক্ষ্যে সীমান্তের দুই পাড়ে দুই দেশের বাংলা ভাষা ভাষীদের মিলন মেলায় পরিনত হয়েছিল। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কড়াকড়ি মনোভাবের কারনে যৌথভাবে দিবসটি পালন করা না হলেও দুই দেশের সীমান্তের নিজ নিজ সীমানায় পৃথকভাবে দিবসটি পালিত হয়েছে।

গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় হিলিসীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে ভারতের উজ্জীবন সোসাইটির নেতৃবৃন্দের মাধ্যেমে সীমান্তের ভারত অংশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভারতের উজ্জীবন সোসাইটির নেতৃবৃন্দ হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দের মাধ্যমে সীমান্তের বাংলাদেশ অংশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেখানে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী ও বিএসএফ ১৯৯ পতিরাম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আলকেছ সিংসহ দুই বাহিনীর সৈনিকগন উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষ্যে হিলিসীমান্তের ভারত-বাংলাদেশের দুই পাড়ে বিপুল সংক্ষ্যক বাংলা ভাষাভাষী মানুষ ভিড় জমিয়েছিলেন। তারা একত্রে মাতৃভাষা দিবসটি পালন করতে চেয়েছিলেন। কিন্তু দুই দেশের সীমান্ত রক্ষীদের কড়াকড়ির কারনে তা সম্ভব হয়নি। তারা জানান এপার বাংলা, ওপার বাংলার, ভাষা, সংস্কৃতি, এক হলেও সীমান্তের তার কাটার বেড়া তাদের ভাগ করে রেখেছে। ভবিষ্যতে এই দুই বাংলার বাঙ্গালীরা একত্র হয়ে মহান ভাষাদিবস পালন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এর আগে রোববার সকাল ১০টায় ভারতের দক্ষিন দিনাজপুরের তিওরের উজ্জীবন সোসাইটির আয়োজনে হিলি সীমান্তের শুন্যরেখার পার্শ্বে ভারত অংশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে ভারতে মাতৃভাষা দিবসটির শুভসুচনা হয়। পরে সেখানে উজ্জীবন সোসাইটির অধিকর্তা সুরুজ দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর পরে সকাল পোনে ১১টায় হিলি সীমান্তের শুন্যরেখার পার্শ্বের বাংলাদেশ অংশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড হাকিমপুরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে কালোপতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একুশে ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভসুচনা করা হয়। পরে সেখানে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, হাকিমপুর পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাকিমপুর উপজেলা কমান্ডের কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান হাকিমপুর কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বহী কর্মকর্তা মো.আজাহারুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার ওসি মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার মন্ডল, যুগ্মসম্পাদক শাহিনুর রেজা শাহীন, পৌর আওয়ামীলীগের সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে হাকিমপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment