১০ টাকা কেজিতে চাল বিতরণ শুরু

হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় কুড়িগ্রামের চিলমারীতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন হতদরিদ্ররা। পল্লী রেশনিং কার্ডধারীদের প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই পাঁচ মাস দেওয়া হবে এ খাদ্য সহায়তা। কুড়িগ্রামের চিলমারিতে হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় পাঁচ মাসব্যাপী এই চাল পাবে।

Comments (0)
Add Comment