নিরাপত্তার স্বার্থে দেশে ২০ লক্ষেরও বেশি সিমকার্ড ব্লক করল পাকিস্তান সরকার। মোবাইল ফোন গ্রাহকদের পরিচিতি আগাপাশতলা যাচাই করার জন্য অভিযানে নেমে ২০ লক্ষ সিমকার্ড ব্লক করে দেয় পাক কর্তৃপক্ষ। প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে ১০ কোটি ৩০ লক্ষ সিমকার্ড ভেরিফাই করার নির্দেশ দিয়েছিল পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি। গত ডিসেম্বরে পেশোয়ারের সেনা স্কুলে ভয়াবহ জঙ্গিহানার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। এই পৈশাচিক জঙ্গিহানায় মৃত্যু হয় ১৫০ জন ছাত্রের। এই প্রথম কোনো জঙ্গি আক্রমণের হলি হয়েছে পাক সেনাবাহিনীর নিজের ঘরের ছেলেমেয়েরাই। এর পরই টনক নড়ে পাকিস্তানের। নিরাপত্তার স্বার্থে সিমকার্ড যাচাই অভিযানে নামে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি।