২২ মার্চ মিশরে নতুন নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ও ২৩ মার্চে প্রথম ধাপের নির্বাচন শুরু হবে। দুই ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দেশটির প্রধান নির্বাচন কমিশনার আয়মান আব্বাস বলেছেন, “মিসরের ২৭ টি প্রদেশে এবং দেশের বাইরে অবস্থিত ভোটারদের জন্য দুই ধাপে এ নির্বাচন হবে।” আদালত কর্তৃক পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণার পর ২০১২ সাল থেকে সংসদ শূন্য রয়েছে মিশর। ২০১৩ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুতির পর নুতন করে নির্বাচন আয়োজনের ঘোষণা দেয় সামরিক সরকার। দ্বিতীয় ধাপের নির্বাচন ২৬-২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

Comments (0)
Add Comment