৫০ কোটির হৃত্বিক


রঙ্গমঞ্চ ডেস্ক:
মুম্বাই: বি-টাউনের হট নিউজ সুপারস্টার হৃত্বিক রোশনের ৫০ কোটির ডিমান্ড। পরিচালক আশুতোষ গোয়ারিকরের আগামী ছবি ‘মহেঞ্জদারো’র জন্য এক ধাক্কায় ৫০ কোটি রুপি দাবি করলেন হৃত্বিক। ‘মেরি কম মুক্তির পর’ এক বিজ্ঞাপন সংস্থা প্রিয়াঙ্কাকে ১১ কোটির প্রস্তাব দেওয়ায় ‘হায়েস্ট পেয়েড’ ব্রান্ড অ্যম্বাসডারের তকমা লাগে পিগির গায়ে। এবার ছবির জন্য ৫০ কোটির ডিমান্ড করে বি-টাউনে ‘হায়েস্ট পেয়েড’ তারকা বলা হচ্ছে বলিউডের গ্রীক গড হৃত্বিককে। এক সাক্ষাৎকারে হৃত্বিককে ৫০ কোটির প্রশ্ন করা হলে তিনি পুরোপুরি অস্বীকারও করেনি আবার মন খুলে উত্তর দিয়েছেন এমনটাও নয়। বরং তিনি বলেছেন, অন্যের কাজের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের কাজে নিয়ে ভাবাই ভাল। পরিষ্কারভাবে জানান, তিনি ছবির জন্য কত রুপি চাইবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সেটা অন্য কারোর ভাবার বিষয় নয়। ‘মহেঞ্জদারো’ প্রাচীন সভ্যতা নিয়ে আশুতোষ গোয়ারিকের আগামী ছবি ‘মহেঞ্জ দারো’। ২ অক্টোবর মুক্তি পাচ্ছে হৃত্বিক-ক্যাটরিনা জুটির ‘ব্যং ব্যং’। তার আগে আগামী ছবির বিষয় নিয়ে চর্চা করছেন হ।ত্বিক। ছবির প্রথমভাগের শ্যুটিং হবে সাউথ আফ্রিকাতে। ২০১৬ সালে রুপোলি পর্দায় আসবে হৃত্বিক-পূজা হেগদে জুটির নতুন ছবি ‘মহেঞ্জদারো’। ‘ব্যং ব্যং’ নিয়ে উত্তেজনার পাশাপাশি আগামী ছবি নিয়েও আগ্রহী হৃত্বিক। প্রায় অনেক দিন আগে বি-টাউনের অন্দর মহলে গুজব রটেছিল সুপার স্টার সলমান খান নাকি করণ জোহরের ‘সুদ্ধি-র জন্য ১৫০ কোটি রুপি দাবি করেন। ‘ধর্মা প্রোডাকশন’র কাছ থেকে আমিরও নাকি একই দাবি করেন। কিন্তু করণ নিজে টুইট করে জানান হাওয়ায় যে গুজব ছড়াচ্ছে তার সম্পূর্ণ নিরর্থক।

Comments (0)
Add Comment