অধ্যাপক মোশার্রফ আলী ফরিদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ শ্রেষ্ঠ অধ্যক্ষ ঘোষণা করা হয়।

একই সাথে রাজেন্দ্র কলেজকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজটির রোবার গ্রুপ ও বিএনসিসিকে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত করা হয়। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Comments (0)
Add Comment