বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ তিশা অপেক্ষায় রয়েছেন তার নতুন চলচ্চিত্র ‘মেন্টাল’র শুভমুক্তির। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে তিনি প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে কাজ করেছেন।
এবার তিশা জুটি বাঁধতে চলেছেন হালের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর সাথে। অনন্য মামুনের পরিচালনায় নতুন একটি ছবিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। এখানে তাকে ‘পরি’ নামের একটি চরিত্রে দেখা যাবে।
ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘তিশা- আরিফিন শুভকে ঘিরেই ছবির গল্প। মূলত রোমান্টিক ঘরানার এই ছবিটির নাম এখনও চূড়ান্ত করিনি। শিগগিরই নাম ঠিক করে সবাইকে জানানো হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট থেকে সিলেটে ছবিটির শুটিং শুরু করব।’ অন্যদিকে শুভ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার মুসাফির নামের ছবিটি নিয়ে।
বাংলাদেশেরপত্র/এডি/এ