অনিশ্চিত বিশ্বকাপ ব্রাভোর

স্পোর্টস ডেস্ক:
শনিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ড্যারেন ব্রাভো। এ ম্যাচে তিনি যখন ব্যাট করছিলেন তখন দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে ইনজুরিতে পড়েন। ওই সময় বাধ্য হয়ে মাঠ ছাড়েন তিনি। তখন তার ব্যক্তিগত রান ছিল ৪৯। তারপর আর মাঠে নামতে পারেন নি তিনি। ব্রাভোকে সাথে সাথেই এমআরআই স্ক্যানের জন্যে পাঠানো হয়েছে। আজ রবিবার তার রিপোর্ট পাওয়া যাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি ক্যানবেরায় জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি অংশ নিতে পারবেন কিনা সেটি রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এদিন ব্রাভোর দিনটিই খারাপ ছিল। ইনিংসের ২৪তম ওভারে মারলন স্যামুয়েলস বলটি কাভারে ঠেলে দিয়ে রানের জন্যে ছোটেন। এ সময় ইউনুস খান একটি থ্রো করেন। থ্রোটি এসে ব্রাভোর হেলমেটের বাঁ পাশে এসে লাগে। এ সময় ব্রাভো খুব ব্যথা পান। ব্যথায় মাঠে মাটিতে অনেকক্ষণ পড়ে থাকেন তিনি। পরে ফিজিওর সিদ্ধান্ত অনুযায়ী আবার ব্যাট করার শুরু করেন তিনি। কিন্তু ৩২ তম ওভারে আর রক্ষা হয়নি তার। ৪৯ রানে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি।

Comments (0)
Add Comment