টাকা আত্মসাৎ, ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিয়াউল আলম জুয়েলকে বরখাস্ত করা হয়েছে। বুধবার সকাল ১১টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি তার কার্যালয়ে এসে পৌঁছায় বলে জানান তিনি। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রাণালয়ের উপ-সচিব আবু তাহের মুহাম্মদ জাবের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(৪)(ঘ) ধারার অপরাধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) ধারা মোতাবেক হাটশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল আলম জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২০১৪ সালের ১৩ আগস্ট তারিখে স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক গোলাম কবির হাটশেরপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির তদন্ত করতে যান। এ সময় ইউপি চেয়ারম্যান মো. জিয়াউল আলম ইউনিয়ন পরিষদে তালা দিয়ে রাখেন। পরে পরিষদের তালা ভেঙে কাগজপত্র জব্দ করা হয়।