অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেটে লাথি মেরে হত্যা

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মানিকনগরে তানজিলা রহমান বিন্তী (৩০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী শাহ আলম সোহাগকে (৩৫) আটক করেছে পুলিশ।  মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মুগদা থানাধীন পূর্ব মানিকনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বিন্তী তার স্বামী সোহাগের মানিকনগরের ৩৫/১ নম্বর বাসার তৃতীয় তলায় তারা ভাড়া থাকেন। সোহাগ কসমেটিকসের ব্যবসা করেন। বিন্তী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের পাঁচ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই সোহাগ আর বিন্তীর মধ্যে পারিবারিক কলহ হতো। মঙ্গলবার গভীর রাতে কলহের এক পর্যায়ে সোহাগ বিন্তীর পেটে লাথি মারেন। এতে অচেতন হয়ে পড়লে সোহাগ প্রথমে তাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রাতেই ঢাকা মেডিক্যাল ক্যাম্পের পুলিশ সোহাগকে আটক করে মুগদা থানায় হস্তান্তর করে। মুগদা থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment