অপহরণের ৩ দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর থেকে নিখোঁজ স্কুল ছাত্র সাকিবের লাশ তিনদিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মোহনপুরের রবিন, ইমরান ও আরমান।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, গত ১৪ এপ্রিল মোহনপুরের সাতবিলা গ্রামের গোলাম মোস্তফা কামালের ছেলে সাকিব হাসান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বৃহস্পতিবার থানায় মৌখিকভাবে বিষয়টি জানায় নিখোঁজ সাকিবের পরিবারের সদস্যরা। পরে পুলিশ একই এলাকার রবিন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ইমরান ও আরমানকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যানুযায়ী পুলিশ বৃহস্পতিবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে সাকিবের লাশ উদ্ধার করে। এ ব্যাপার থানায় হত্যা মামলা দায়েরর করা হয়েছে।
Comments (0)
Add Comment