অবশেষে ভাবির প্রেমে হাবু-ডুবু খাচ্ছে অভিনেতা আফফান মিতুল

এস,বি সোহেল

:চলতি মাসেই ফারাহ ফেন্সী ও আফফান মিতুল “ঘরে বাজার ডট কম” এর বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। আসিফ আহমেদের পরিচালনায় এই বিজ্ঞাপনচিত্রে আফফান মিতুলকে দেখা গেছে ডেলিভারি বয়ের চরিত্রে আর ফারাহ ফেন্সিকে ক্রেতার চরিত্রে। এই কাজটির রেশ কাটতে না কাটতেই ফের তারা একসাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন।”আমার সবটাই চাই” শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবুজ খানের রচনায় ও পরিচালনায় দেবর ভাবীর অসম প্রেমের এই চলচ্চিত্রে আফফান মিতুল অভিনয় করেছেন দেবরের চরিত্রে আর ফারাহ ফেন্সী অভিনয় করেছেন ভাবীর চরিত্রে। এতে আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে নির্জন আজাদ ও মনার। শনিবার নারায়ণগঞ্জে শেষ হয়েছে “আমার সবটাই চাই” শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং। ২৮ সেপ্টেম্বর “স্বপ্ন এন্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে “আমার সবটাই চাই”।

Comments (0)
Add Comment