অবসরের পরও রিবেরিকে চান ফেডারেশনের সভাপতি

 

 

 

 

 

 

 

 

 

 

ফ্রাস্পোর্টস ডেস্ক:

সম্প্রতি ন্সের তারকা ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি ফ্রান্সের জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে, ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লি গ্রায়েত আশা করছেন ফ্রাঙ্ক রিবেরি তার অবসর থেকে ফিরে আসবেন। ৩১ বছর বয়সী রিবেরি দেশের হয়ে ৮২তম খেলোয়াড়ের উপাধি পান। ২০০৬ সালে ফ্রান্সের হয়ে অভিষেক ঘটে তার। বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ ফর্মে থাকলেও সম্প্রতি শেষ হওয়া ব্রাজিল বিশ্বকাপে দলে ছিলেন না রিবেরি। পিঠে ক্রনিক সমস্যার কারণে বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। মিউনিখের এই উইঙ্গার তার অবসর প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি মনে করি এখনই উপযুক্ত সময় বিদায় বলার। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বায়ার্ন মিউনিখের হয়ে কাজ করবো। ফ্রান্সের জাতীয় দলে আসার জন্য অনেক তরুণ ফুটবলার রয়েছে। তাদের সুযোগ দেয়া উচিত। একজন খেলোয়াড় জানেন কখন তার থামা উচিত। আমি অনেক কিছু দেখেছি, এখন অন্যদের সময় এসেছে এগিয়ে যাওয়ার।’ তবে, ফেডারেশনের সভাপতি রিবেরির এভাবে বিদায় নেওয়াকে মেনে নিতে পারছেন না। ফেডারেশনের ওয়েবসাইটে তিনি জানান, ‘একজন গ্রেট ফুটবলার হিসেবে তার এভাবে বিদায় নেওয়া মানায় না। তার মতো পেশাদারী ফুটবলারের ক্যারিয়ার শেষ হতে এখনও অনেক সময় বাকি রয়েছে। আমি বিশ্বাস করি, রিবেরি অবসরের চিন্তা ঝেড়ে ফেলে আবার ফিরে আসবে, আর তার সেরাটা দেখাবে।’ ২০০৬ সালে রিবেরি দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন। ফ্রান্সের হয়ে তিনি মোট ৮১টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৬টি।

Comments (0)
Add Comment