এম আর মিলন ( ব্যুরো প্রধান চট্টগ্রাম):
পবিত্র মাহে রমজান উপলক্ষে অবহেলিত বৃদ্ধ মা-বাবাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।
বৃহস্পতিবার (২১ মার্চ ) চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতল ঝর্ণা বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালের প্রতিচ্ছবির সম্পাদক হাসান আল মামুন, ব্যবসায়ী মিজানুর রহমান, কুলটেক কর্পোরেশনের চেয়ারম্যান মো: ওমর ফারুক, সংগঠনের সি: সহ সভাপতি আজিজুল হক আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাশেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক রুমেল চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সহ দপ্তর সম্পাদক মো: রবিউল হোসেন, সহ প্রচার সম্পাদক এম আর মিলনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
পরে ইফতার ও মাগরিবের নামাজ শেষে দেশ ও দশের কল্যাণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।