বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্র জগতের এসময়ের জনপ্রিয় নায়িকাদের অন্যতম। শুধু তাই নয় চলচ্চিত্র অঙ্গনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণই তার ক্যারিয়ারের সবচেয়ে সুসময় পার করছেন। সিনিয়র অভিনেত্রীরা যেখানে ক্যারিয়ার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন, নিপুণ সেখানে একের পর এক ছবির শ্যুটিং করেই চলছেন। কিন্তু কিভাবে এখনো নিজেকে টিকিয়ে রেখেছেন এই অভিনেত্রী? তবে চলচ্চিত্রের মতো এমন প্রতিযোগিতাপূর্ণ শাখায় কিভাবে নিজেকে এখনো ধরে রেখেছেন সেই উত্তর না মিললেও জানা গেলও এই অভিনেত্রীর আপকামিং ছবি আর পারিবারিক ব্যস্ততা নিয়ে। গত ঈদেও ‘আই ডোন্ট কেয়ার’ নামে তার একটি ছবি মুক্তি পেয়েছে। আগামী ঈদে মুক্তি পেতে পারে আরো দুটি ছবি। তাছাড়া শিগগিরই কলকাতায়ও তার একটি ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। সব মিলিয়ে ডিসেম্বর পর্যন্ত নিপুণের অর্ধডজন ছবি মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে। এসব ছবিগুলোর মধ্যে রয়েছে- শাহ আলম কিরণের ‘৭১-এর মা জননী’, জি সরকারের ‘লাভ ২০১৪’, ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’, রূপালী চ্যাটার্জির ‘পরিচয়’ (কলকাতা), বাপ্পারাজের ‘কার্তুজ’ ও গাজী মাজহারুল আনোয়ারের ‘আপসহীন’। এদিকে, সম্প্রতি নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিপুণ। এ ছবির শিরোনাম ‘স্বর্গ থেকে নরক’। ডা. অরুপ রতন চৌধুরীর পরিচালনায় এ ছবিতে স্বনামে অভিনয় করবেন তিনি। এতে নিপুণকে একজন মডেলের ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে থাকবেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। শুধু চলচ্চিত্রেই নন, নিপুণ ছোটপর্দার অভিনেত্রীদের তালিকায়ও শীর্ষে রয়েছেন। প্রতি ঈদেই তার ডজনখানেক নাটক-টেলিছবি প্রচার হয়। আগামী ঈদেও এর ব্যতিক্রম হবে না। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি ছোটপর্দায় অভিনয় করে আসছি। তাই বড়পর্দার ফাঁকে ফাঁকে নাটক-টেলিছবিতে অভিনয় করতে মোটেও কার্পণ্য করি না।’ বর্তমানে নিপুণ যুক্তরাজ্যে রয়েছেন। জানা গেছে, একমাত্র মেয়ে তানিশাকে স্কুলে ভর্তি করাতেই সেখানে গেছেন তিনি। তানিশা লন্ডনের দুটি স্কুলে ভর্তি পরীক্ষায় মনোনীত হয়েছে। এবার সে ক্লাস সেভেনে উঠবে। বর্তমানে নিপুণ লন্ডনের পপলার এলাকায় রয়েছেন। সেখানে তার বড় বোন থাকেন। আগামী ১৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রায় এক দশক ধরে মিডিয়ায় সরব রয়েছেন নিপুণ। ‘সাজঘর’ ছবিতে অভিনয়ের সুবাদে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ ছবির জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন নিপুণ।