বিশ্বকাপের ১৫ সদস্যের দলে থেকেও সেরা একাদশে জায়গা পাচ্ছিলেন না পাকিস্তানের তরুণ উদীয়মান তারকা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তবে সতীর্থদের ব্যর্থতায় শনিবার দলে জায়গা পেয়েই এক অনন্য রেকর্ড গড়লেন এই পাক তারকা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপে ৬টি ক্যাচ লুফে নেয়ার বিশ্বরেকর্ড গড়েন তিনি, তাও বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে। এর আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট ২০০৩ বিশ্বকাপে প্রথম উইকেটরক্ষক হিসেবে দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রমে দুর্বল নামিবিয়ার বিপক্ষে এক ম্যাচে ছয়টি ক্যাচে নেয়ার বিশ্বরেকর্ড গড়েন। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ক্যাচ নিয়ে সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। তবে একটা দিক থেকে গিলক্রিস্টের চেয়ে এগিয়ে রয়েছেন সরফরাজ। ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে সেই ম্যাচে অ্যাডাম গিলক্রিস্ট ব্যাট হাতে মাত্র ১৩ রান করলেও এদিন সরফরাজ ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে বড় ভূমিকা রাখেন। ফলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি সরফরাজকে দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি ম্যাচ অফিসিয়ালদের। ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে ৬টি ক্যাচ ধরার দশম ঘটনা এটি। এই অসাধ্য কাজটি গিলক্রিস্ট একাই করেছেন চারবার। একবার করে করেছেন মার্ক বাউচার, অ্যালেক স্টুয়ার্ট, জস বাটলার, ম্যাট প্রিয়র, ম্যাথু ক্রস ও সরফরাজ আহমেদ।