অসহায় মানুষদের বাড়ি বাড়ি খাবার নিয়ে ছুটছেন নবাবগঞ্জের ইউএনও নাজমুন নাহার

মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি:
সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে উপজেলার ধনী-গরীব প্রায় সবাই এখন গৃহে অবস্থান করছে। এতে করে বিপাকে পড়েছেন দরিদ্র ও নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা। এক বেলা কাজ না করলে যাদের সংসার চলেনা, মুখে খাবার উঠেনা, বর্তমান পরিস্থিতিদে গৃহবন্ধী ঐ কর্মহীন অসহায় মানুষগুলি চরম খাদ্য সংকটে অসহায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে গৃহেবন্ধী থাকা ঐ সব অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে উপজেলার শালদীঘি আশ্রয় কেন্দ্রে খাদ্য সহায়তা নিয়ে হাজির তিনি। খোজ খবর নেন তাদের এবং নিজ হাতে অসহায় ১শ পরিবারের হাতে তুলে দেন চাল, আলু, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী।

উপজেলা নির্বাহী কর্মকতা নাজমুন নাহার জানান- জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে এ খাবার সহায়তা অসহায় দরিদ্রের মাঝে বিতরন করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে দরিদ্র অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী পৌছে দেওয়া হবে। কোন মানুষ খাবারের যেন কষ্ট না পায় উপজেলা প্রশাসন থেকে তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি সকলকে করোনা মোকাবেলায় আতংকিত না হয়ে সচেতন হওয়ার এবং বাড়ীতে অবস্থান করার আহ্বান জানান।

খাদ্য সামগ্রী বিতরণ কালে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment