আইএস’র কার্যক্রম যুক্তরাষ্ট্র-ইসরাইল বন্ধ করতে চায় না: আয়াতুল্লা খামেনি

বিশ্বজুড়ে জঙ্গিগোষ্ঠী আইএস’র সন্ত্রাসী কার্যক্রম যুক্তরাষ্ট্র এবং ইসরাইল বন্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে দেখা করে তিনি একথা বলেন।

খামেনি বলেন, মুসলিম দেশগুলোর অনৈক্য ও নানা বিভেদ দেখে মার্কিন সরকার ও ইহুদিরা খুশি। এ সমস্যা সমাধানে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার পদক্ষেপ নেয়া এবং তা বাস্তবায়ন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। আইএসকে কারা অর্থ সহায়তা দিচ্ছে সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।

এছাড়া, ইয়েমেনের সংঘাত বন্ধে দেশটিতে সামরিক আগ্রাসন ও বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান তিনি।

Comments (0)
Add Comment