সারা বিশ্বের সমস্ত মুসলিম সংগঠন রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং সৌদি আরবে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে। শনিবারের সভায় সেই পথেই হাঁটলেন ওয়েইসি। সভায় তিনি আইসিসের নিন্দায় সরব হয়েছেন। তিনি আরও বলেন, ‘ইসলামের জন্য মরবেন না, বরং বাঁচুন মানবতার জন্য। এটা আমাদের দেশ। এক সঙ্গে মিলেমিশে থাকুন। যদি সত্যিই জেহাদে অংশ নিতে চান, তবে অস্ত্র ধরবেন না। তার বদলের ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিন। তাঁদের উন্নয়েনর জন্য কাজ করুন এবং তাঁদের পরিবারের মেয়েদের বিয়ের জন্য যথাসাধ্য দান করুন।’
ওয়েইসি জানিয়েছেন, ইসলামের সঙ্গে আইসিসের কোনও সম্পর্ক নেই। ইসলামের মতাদর্শের সঙ্গে আইসিসের কোনও কাজ মেলে না। এদের কাজ বরং ইসলামের মূল ভিত্তিকেই আঘাত করছে। পশ্চিমি দেশগুলির মদতে ইসলামকে অপমান করছে আইসিস। এটা ইসলামের বিরোধীরাই একমাত্র করতে পারে। মুসলিম যুবাদের কোনও ভাবেই আইসিসের পাতা ফাঁদে পা দিয়ে কোনও সন্ত্রাসবাদী কাজে যোগ দিতে নিষেধ করেছেন তিনি। তাঁর কথায়, ‘আমরা কেউ সুফি, কেউ শিয়া, কেই বা দেওবান্দি, কিন্তু আইসিস নামক কীটদের শেষ করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’ আইসিসের প্রধান আবু বকর বাগদাদিকে তিনি মৃত্যুর ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘খুব শীঘ্রই প্রকৃত মুসলিমরা তাঁকে খুঁজে বার করে ১০০ টুকরো করবেন।’