আবারো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আইনি তদন্তের মুখে পড়েছে। একের পর এক সমস্যা লেগে থাকা কাতালান ক্লাবটি এবারে তাদের ব্রাজিলিয়ান তারকা নেইমারের চুক্তির কারণে আইনি সমস্যায় পড়েছে। এর আগেও সান্তোস থেকে নেইমারকে নিজেদের ক্লাবে নিয়ে আসায় আইনি জটিলতায় পড়তে হয়েছিল বার্সাকে। সান্তোস থেকে ২০১৩ সালে নেইমারকে দলে ভেড়ায় ক্লাবটি। স্থানীয় একটি আদালত ক্লাবের বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউ এর বিরুদ্ধে চুক্তি সংক্রান্ত কারচুপির অভিযোগ তুলেছে। অভিযোগে বলা হয় নেইমারকে ক্লাবে ভেড়ানোর সময় চুক্তির বিপুল পরিমান কর ফাঁকি দেওয়া হয়। সেখানে আরও বলা হয়, ক্লাবের সাবেক সভাপতি সান্দ্রো রোজেল একই দোষে যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে নেইমারকে দলে ভেড়ানোর সময় চুক্তিপত্রে লেখা ছিল ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় আদালতের আইনজীবীর অভিযোগে বলা হয়, বাস্তবে আরো বেশি পরিমান অর্থ নেইমারের সঙ্গে চুক্তি হয়। যা কর ফাঁকি দেওয়ার জন্যই বার্সা কর্তৃপক্ষ চেপে রেখেছিল।