আক্কেলপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুরে উজান থেকে নেমে আসা বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির ফসল। তলিয়ে গেছে শাক সবজিসহ নিত্য প্রয়োজনিয় কাঁচা তরি তরকারী। আক্কেলপুরের রোয়ার, আওয়ালগাড়ী, রুকিন্দীপুর, নলডাঙ্গা, কেশবপুর, শ্রীকৃষ্ঠপুর, চকরঘুনাথ, ভদ্রকালী, অনন্তপুর, বিহাড়পুর, ভিকনী, ভানুকান্দাসহ শতাধিক গ্রামের কাঁচা ও অর্ধপাকা বাড়িঘর বিনষ্ট হয়েছে। অপরদিকে ঐসকল এলাকার জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় দিসেহারা হয়ে পরেছে এলাকার সাধারন কৃষক ও কর্মজিবি মানুষেরা। আক্কেলপুরের উপরদিয়ে প্রবাহিত তুলসি গঙ্গা নদীর শহর রক্ষা বাঁধের বেশকিছু স্থানে ফাঁটল ধরায় হুমকির মুখে পরেছে শহর রক্ষা বাঁধ, যেকোন সময়ে বাঁধ ভেঙ্গে শহর তলিয়ে যেতে পারে বলে আসংঙ্কা করছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রাখা হয়েছে বাঁধের ট্রুটিপূর্ণ স্থানগুলো। এলাকায় নদীর বাঁধ উপচে আক্কেলপুরের কাঁচা বাজার, আলেকের মোড়, পোষ্ট অফিস, এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা, খাদ্য গুদাম, হাস্তাবসন্তপুরসহ বেশকিছু এলাকা প্লাবিত হচ্ছে। জয়পুরহাট – ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১৭ ই আগষ্ট বৃহঃস্পতিবার সকাল ১১ টায় বন্যা কবলিত এলাকাগগুলো পরিদর্শন করে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরন করে ত্রাণ ও পূর্ণবাসনের আশ্বাস প্রদান করেন।

Comments (0)
Add Comment