আগস্টের মধ্যেই গ্রেনেড হামলার বিচার শেষ হবে -সুরঞ্জিত

স্টাফ রিপোর্টার:
আগামী বছরের আগস্ট মাসের আগেই ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার শেষ হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরির হলরুমে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার কেন শেষ হচ্ছে না-সংসদীয় স্থায়ী কমিটির আগামী সভায় সে বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যত ধরনের প্রতিবন্ধকতা আছে তা দূর করে বিচারের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে তিনি মামলাটিকে যুদ্ধাপরাধ মামলার মতো সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করতে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

Comments (0)
Add Comment