আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: রোববার খেলার মাঠে ফিল্ডিং অনুশীলনের সময় তামিম ইকবাল বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছিলেন। এক্স-রেতে দেখা গেল চিড় ধরা পড়েছে বাঁহাতি এই ওপেনারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির রাবীদ ইমাম জানিয়েছেন, চোট সারতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
“ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে আঙুলে ফ্র্যাকচার হয়েছে। হেয়ারলাইন ফ্র্যাকচারের চেয়ে একটু বড়। দুই থেকে তিন সপ্তাহ মতো লাগবে সেরে উঠতে। তিন সপ্তাহ পর রি-এ্যাসেস হবে।” তবে ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা নেই, সেটা বলা যায়।
দুইটি টেস্ট এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে ৩০শে সেপ্টেম্বর দুই মাসের এক সফরে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। প্রথম ওয়ানডে ৭ই অক্টোবর।

Comments (0)
Add Comment