কাউন্টি দল উস্টারশায়ার, একসময় সাকিব খেলতেন এখানে। তার পারফর্মেন্সের পর দলটিতে উপমহাদেশের স্পিনারদের জন্য আলাদা একটি জায়গা তৈরি হয়। এরপর আজমল খেলে আসছিলেন নিয়মিত। কিন্তু বাংলাদেশ সিরিজের জন্য সিজনের অর্ধেকটাই খেলতে পারবেন না আজমল। তাই উস্টারশায়ার দলে ভিড়িয়েছে সচিত্র সেনানায়েককে। ৪৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ১৭ টি২০ তে শ্রীলংকার হয়ে খেলা এই অফ স্পিনার কাউন্টি দলের হয়ে ভালো খেলার ব্যাপারে আÍবিশ্বাসী।