আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং আগামীকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা (প্রজাতন্ত্র) দিবস উপলক্ষে দুই দিনের জন্য বন্ধের কবলে পড়েছে দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ ছাড়া ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবসের সরকারি ছুটি রয়েছে। তবে বরাবরের মতো সচল থাকছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের পাসপোর্টধারীদের যাতায়াত।
হিলির আমদানি রপ্তানিকারকদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীনুর ইসলাম শাহীন জানান, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটিতে হিলির আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল ১৫ আগস্ট ভারতে স্বাধীনতা দিবসের উৎসবের কারণে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধরে আমদানি-রপ্তানির কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্টরা। রবিবার সকাল থেকে বন্ধের পর আবারো সচল হবে বন্দর।
হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম সচল থাকবে।