আজ কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি : জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের আশঙ্কায় আজ বৃহস্পতিবার কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসনের এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

ব্রিফিংকালে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কায় কক্সবাজার উপকূলে ৪ নং হুশিয়ারি সংকেত জারি করা হয়েছে। এ উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম শাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান হাকিম মহেশখালী-কুতুবদিয়া সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক প্রমুখ।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment