মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের সদস্য, সামরিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দেরে এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। খবর বাসসের।
এর আগে, স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল। স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়।
এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন। বিডিপত্র/আমিরুল