আজ সারাদেশে বিএনপির লিফলেট বিতরণ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে দলটি এবং আজ বৃহস্পতিবারএই লিফলেট বিতরণ করা হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সূফিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।

আবু সূফিয়ান জানান, লিফলেটে মোট নয়টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। ‘বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কর্তৃক প্রকাশিত’ লিফলেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘প্রতিহিংসার বিচারে বন্দি; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার দেশবাসীর প্রতি আহ্বান’।

সারাদেশে আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করবে বিএনপি। রাজধানীর ঢাকায়ও এই কর্মসূচি পালিত হবে। দলটির সিনিয়র যু্গ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কেন্দ্রীয় নেতাদের স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যথাসময়ে তারা লিফলেট বিতরণ করবেন।

Comments (0)
Add Comment