মুফতি ইজাহার গ্রেফতার, আন্তর্জাতিক জঙ্গীদের সাথে সম্পৃক্ততার অভিযোগ !

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বেলা ৩টার দিকে চট্টগ্রামের লালখান বাজারস্থ জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে গ্রেফতারের পর তাকে নগরীর লালদীঘিরপাড়স্থ নগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, মুফতি ইজাহারের বিরুদ্ধে নগরীর একাধিক থানায় মামলা রয়েছে। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানায় এই হেফাজত নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মুফতি ইজহারের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে আরো বিস্তারিত পরে জানানো হবে বলে নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

Comments (0)
Add Comment