পিরোজপুর প্রতিনিধি:
“টেকসই উন্নয়নের মূলকথা, স্বাক্ষরতা আর দক্ষতা’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ব¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালিতে পিরোজপুরের বিভিন্ন এনজিও, সচেতন নাগরিক কমিটি-সনাক ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। পরে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মানিক হার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেবচন্দ্র পাল, সরকারি মহিলা কলেজ সহকারী অধ্যাপক শেখ মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি এ্যাড. শহিদুল্লাহ খান প্রমুখ।