আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা বন্ধ না করলে জনগণ বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিহতের ব্যবস্থা নেবে। শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি ২০ দলের অবরোধ প্রসঙ্গে বলেন, সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যায়, আন্দোলন করা যায় না। হানিফ অভিযোগ করে আরো বলেন, খালেদা নাটক করে গোটা জাতিকে অবরুদ্ধ করার চেষ্টা করছেন। বিশ্ব ইজতেমা প্রসঙ্গে হানিফ বলেন, অবরোধ প্রত্যাহার না করে তারা প্রমাণ করেছে বিএনপি মুখে ধর্মের কথা বললেও, ধর্মের প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। মুসল্লিদের নির্বিঘেœ অংশগ্রহণের জন্য আমরা ‘অযৌক্তিক’ অবরোধ প্রত্যাহারের আহ্বান করেছিলাম। তারা অবরোধ প্রত্যাহার করেনি।
খালেদার সঙ্গে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহের ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহের ফোনালাপ হয়নি। বরং খালেদার অফিস থেকে অমিত শাহ’র অফিসে ফোনে দুবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তার ফোন নষ্ট থাকায় খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহের কোনো কথা হয়নি। বিএনপি মার্কিন কংগ্রেসম্যানদের নামে ‘মিথ্যা বিবৃতি’ দিয়েছে বলেও অভিযোগ করেন হানিফ। তিনি আরো বলেন, এ ধরনের মিথ্যা প্রচারণা দেশের ভাবমূর্তি নষ্ট করছে।