ইমরান হোসেন, বগুড়া: বগুড়ায় ব্রয়লার মুরগির বাচ্চার দাম না কামানোয় খামারিরা আন্দোলনে যাচ্ছে। বগুড়ার বাজারে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এদিকে বাচ্চার দাম না কামানোয় আন্দোলনে যাচ্ছে খামারিরা। জেলায় প্রায় ৬ হাজার মুরগির খামারের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ব্রয়লার মুরগির খামার রয়েছে। বগুড়ায় দুটি হ্যাচারি সহ দেশের ৩৮ টি হ্যাচারি থেকে বগুড়ার খামারিরা সপ্তাহে প্রায় আড়ায় লাখ বাচ্চা কিনে মুরগি পালন করে আসছে। বগুড়া পোল্ট্রি ওনাস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. নুরুল আমিন লিডার জানান, বতমানে প্রতিটি ব্রয়লার বাচ্চার দাম ৭০ থেকে৭৫ টাকা। এই দামে বাচ্চা কিনে খামারিদের লোকসান গুনতে হচ্ছে।তিনি জানান একটি বাচ্চা দেড় কেজি ওজন পযুন্ত করতে ৩৫ দিনের বেশি পালন করতে হয়। এসময়ে মুরগির খাবার বাবদ খরচ হয় প্রায় ১১০ টাকা। আনুষঙ্গিক খরচ আরও ৩০ টাকা। সব মিলিয়ে দেড় কেজি ওজনের একটি মুরগির খরচ প্রায় ১২০ টাকা কেজি দরে বিক্রি করলে তার দাম পান ১৮০ টাকা। এর ফলে প্রতিটি মুরগিতে প্রায় ৩০ টাকা লোকসান গুনতে হচ্চে খামারিদের। পাইকেরি বিক্রি ১২০ হলেও খুরচা বিক্রি হচ্ছে ১৪৫ টাকা কেজি দরে। খুরচা বিক্রেতারা লাভ করলেও খামারিরা লোকসানের মুখে। হ্যাচারি মালিকেরা জানিয়েছেন বাচ্চার দাম না কমলে খামার বন্ধ হয়ে যেতে পারে। নুরুল আমিন লিডার জানান বাচ্চার দাম না কমানোর দাবিতে তারা আন্দোলনে যাচ্ছেন। আগামী শনিবার সকাল সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।