আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক ;  আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত ও বহু আহত হয়েছে। বুধবার একটি মার্কেটে এই হামলার ঘটনা ঘটেছে। তাত্ক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। আফগান পার্লামেন্টের একজন প্রভাবশালী সদস্য ড. নকিবুল্লাহ জানিয়েছেন, আলামার জেলার প্রধান শহরের মূল মার্কেটে এই হামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে এসে আত্মঘাতী হামলাকারী মার্কেটের মধ্যে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

ধারণা করা হচ্ছে, নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক। সূত্র : আল-জাজিরা।

Comments (0)
Add Comment