মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার গতি আরও ধীর হতে চলেছে। আফগান প্রশাসন মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামার কাছে এ সংক্রান্ত এক আবেদন করার পর ওবামা তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা যায়। এ মুহূর্তে আফগানিস্তানে ৯,৮০০ মার্কিন সেনা অবস্থান করছে। ওবামা বলেছেন, ২০১৫ সালের শেষ নাগাদ তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল তার। তবে আফগান প্রশাসনের অনুরোধসাপেক্ষে তা ২০১৭ সাল পর্যন্ত বিলম্বিত করা যাবে। আফগান রাষ্ট্রপ্রধান কী বলছেন: আফগান রাষ্ট্রপ্রধান আশরাফ গণি এ মুহূর্তে হোয়াইট হাউসে অবস্থান করছেন। আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়ার স্বার্থে মার্কিন সেনাদের আরও দীর্ঘসময় আফগানিস্তানে অবস্থানের পক্ষে তিনি। এছাড়া তালেবানসহ মাথা তুলে দাঁড়াতে থাকা অপরাপর ইসলামি সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে সুসংহত অবস্থান সৃষ্টির জন্যে মার্কিন সেনাসহায়তার কোনো বিকল্প দেখছেন না গণি। গণির মতামতের প্রেক্ষিতে ওবামা জানান, আফগান রাষ্ট্রপ্রধানের মতের সঙ্গে একমত তিনিও। উপস্থাপিত কারণগুলোর বিপরীতে, মার্কিন সেনাদের আরও কয়েক মাস অধিক অবস্থান করাটা অযৌক্তিক নয়।