আবারো একসাথে অঙ্কুশ ও মাহি

বিনোদন ডেস্ক:
ইতোমধ্যে ঢাকাই সিনেমার দর্শক মাতিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। এবার তিনি মাতাবেন টালিউড দর্শকদেরও। টালিউড সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। টালিউডের যৌথ প্রযোজনার সিনেমায় এর আগে অভিনয় করলেও এ সিনেমাটি যৌথ প্রযোজনায় নয় বলে জানা গেছে। এ সিনেমায় মাহির বিপরীতে থাকবেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। সিনেমাটি পরিচালনা করবেন অশোক পতি। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। সিনেমাটি নির্মিত হচ্ছে এসকে মুভিজের ব্যানারে। তবে সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। চলতি বছরের মাঝামাঝি সময় সিনেমাটির শ্যুটিং শুরু হবে। এর আগে অঙ্কুশ-মাহি প্রথম জুটিবদ্ধ হন কলকাতা-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা রোমিও বনাম জুলিয়েট সিনেমায়। এ সিনেমাটি চলতি মাসের ১৬ তারিখে একযোগে দুই বাংলায় মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও হয়েছেন এ জুটি।

Comments (0)
Add Comment