আব্দুল্লাহ আল নোমানের স্মরণে ছাত্রদল নেতা সাইফুলের দোয়া মাহফিল

আব্দুল্লাহ আল নোমানের স্মরণে ছাত্রদল নেতা সাইফুলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাদ আসর নগরীর পলিটেকনিক্যাল মোড় সংলগ্ন বিএসআরএম গেইটে সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত দোয়া মাহফিল সম্পন্ন হয়।

পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শাহীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহাব্বায়ক শহীদুল ইসলাম সুমন।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মো: মাহাবুব খালেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য কামরুল ইসলাম আকাশ, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সদস্য সচিব ইমরান হোসেন রাব্বী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ -সাধারন সম্পাদক আব্দুল মান্নান, ৪৩নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক মো: আকবর হোসেন, ৪২নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দীন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর ওলামা দলের সহ-সভাপতি
আব্দুল করিম, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক ফাহিম চৌধুরী সহ প্রমুখ।

আলোচকগণ মরহুম আব্দুল্লাহ আল নোমান রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন এবং আল্লাহর রহমত ও বরকতের জন্য প্রার্থনা করেন। এরপর সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

এতে এতিম অসহায় সহ ৩০০ জন নেতা কর্মীর ইফতারের ব্যবস্থা করা হয়। সাবেক মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের আয়োজনে উক্ত দোয়া মাহফিল সম্পন্ন হয়।

Comments (0)
Add Comment