আমি তারকাদের নিয়ে সিনেমা করি না

বিনোদন ডেস্ক:
বাবা বলিউডের নামকরা প্রযোজক এবং পরিচালক। বলিউডকে উপহার দিয়ে গেছেন একের পর এক হিট সিনেমা। তার সিনেমা কেবল হিট বা সুপার হিট হয় বললে ভুল হবে কেনননা মহেশ ভাটের সিনেমা মানেই আলোচনার ঝড়। আর এমন পরিচলকের সন্তান হয়েই যখন জন্ম প্রেক্ষাপট তখন ভিন্ন হবে এমনটাই আশা ছিল সকলের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তি পাওয়ার পর থেকেই সব সময় একটা কথাই বলে আসছেন আলিয়া ভাট, ‘বাবা মহেশ ভাটের ছবিতে অভিনয় করতে চাই।’ এরপর দুই বছরে চারটি সিনেমা মুক্তি পেয়েছে তার এবং সবই ভালো ব্যবসা করায় তারকাখ্যাতিও অর্জন করে ফেলেছেন। কিন্তু বাবার ছবিতে অভিনয়টা এখনো হয়ে উঠল না। আর সম্ভবত হবেও না! সত্যি তবে কি আলিয়াকে নিয়ে কাজ করবেন না তার বাবা মহেশ ভাট? সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘আলিয়াকে নিয়ে কবে সিনেমা করবেন’- এমন এক প্রশ্নের জবাবে মহেশ বলেছেন, ‘আলিয়া তো এখন তারকা, আমি তারকাদের নিয়ে সিনেমা করি না।’ যদিও বাবার এমন কথায় মোটেও বিচলিত নন ‘হাইওয়ে’ তারকা। সাক্ষাৎকারটি পড়ে তিনিও বলেছেন, ‘তারকা থাকি বা না থাকি, বাবার ছবিতে অভিনয় করবই। বাবাকে এখনো জোর দিয়ে বলিনি, বললে তিনি না করবেন না। বাবা আমাদের বোনদের কখনোই না করেন না। শুধু আমি মানিয়ে যাব এমন একটা চিত্রনাট্য তাকে ধরিয়ে দিতে পারলেই হলো। তবে এর জন্য বড় বোনের (পূজা ভাট) সাহায্য লাগবে।’

Comments (0)
Add Comment