টসের প্রতিকূলে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আয়ারল্যান্ড। আট উইকেটে তাদের সংগ্রহ দাড়ায় ২৭৯। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন উইলসন। তবে বিশ্বকাপে আরব আমিরাতের হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সাইমান আনোয়ার। ৮৩ বলে তিনি করেছেন ১০৬ রানের দারুণ এক ইনিংস।
আয়ারল্যান্ডের এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছিল তারা। অন্যদিকে আরব আমিরাতের এটি দ্বিতীয় হার।