সামান্য থেকে যাদের সূচনা অসামান্য যাদের প্রতিভা,সত্তরের দশক থেকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করে আসছিলেন রঞ্জিত মল্লিক,কয়েক শতাধিক সিনিমাতে অভিনয় করেছেন,১৯৪৪ সালে কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেতাকলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন,তার স্ত্রীর নাম দেবা মল্লিক,মেয়ে জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক,আচমকা ঘটনা টা ঘটে আজ ভারতীয় সময় সকাল এগারোটায় নিউ কলকাতার হিন্ধ থাবা রেস্থরায় রঞ্জিত মল্লিক এক অনুষ্ঠানে ঘোষণা দিলেন যে, তিনি আর অভিনয় করবেন না, রঞ্জিতের এই সিদ্ধান্তে কলকাতার সিনেমা জগতের সবাই হতাশ,রঞ্জিত জি নিউজকে বলেন সময় এসেছে চলে যাবার অনেক ত হলো তিনি আশাবাদ ব্যক্ত করেন ভবিষতে বাংলা সিনেমা আরো সুন্দর হবে অভিনেতা রঞ্জিত মল্লিক ব্যক্তি হিসেবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রিয়পাত্র। অনেক আগে থেকে তাদের সম্পর্ক খুবই ভালো। এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গ চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর