আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় সাত আরোহীসহ একটি ইউক্রেইনীয় মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে ছয়জন ইউক্রেইনীয় ও একজন রাশিয়ার নাগরিক।
আলজেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার দিনের প্রথমদিকে এ ঘটনা ঘটেছে।
বিমান বিধ্বস্তের স্থান থেকে তিনটি পোড়া লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
নিরক্ষীয় গিনির পথে থাকা ইউক্রেইনীয় আন্তোনোভ-১২ বিমানটি কারিগরি কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
আলজেরিয়ার তামানরাসেত বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।