আলফাডাঙ্গার চরখোলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা’ সমাবেশ

মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন বুড়াইচ ইউনিয়নের ৬২নং চরখোলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩নভেম্বর সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় শ্রেনীক∂ে ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়াইচ ইউপিচেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব পান্নুমিয়া।বিদ্যালয়ের প্রধান শি∂ক খান আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্যদেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া,সালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশি∂ক মোঃ আশরাফুজ্জামান ও দিগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশি∂ক এ,কে,এম,মতিয়ার রহমান। এসময় শতাধিক মা’অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেধাবী ছাত্র-ছাত্রীদের উপহার সামগ্রী এবং সকল শি∂ার্থীদের হাতে শি∂া উপকরণ তুলেদেন।

Comments (0)
Add Comment